একবার সফল হও
লেখক: মোস্তফা জামাল গুমুজি
একবার সফল হও—
দেখবে সমস্যা যেন হাওয়ায় মিলিয়ে যায়,
যে টেনশন গিলে খেত প্রতিদিন,
সে আজ তোমার সাফল্যে মাথা নুয়ায়।
একবার সফল হও—
দেখবে শত্রুরা আজ হাসে পাশে এসে,
যারা করতো ব্যঙ্গ, দিত পেছনে ছুরি,
তারা আজ চায় ছবি তোলা তোমার পাশে।
একবার সফল হও—
দেখবে মুছে গেছে তোমার সব mood swing,
মন ভালো থাকে, কারণ অর্জনেই লুকিয়ে আছে spring,
উদ্যমে জেগে ওঠে হৃদয়, জীবন বাজে নতুন tuning।
একবার সফল হও—
দেখবে মা-বাবা চোখে জল, মুখে গর্বের হাসি,
তাদের ক্লান্ত হাত পায় শান্তির পরশ,
তারা বলেন—“তুই পারবি”, নয় আর “হয়তো আসি!”
একবার সফল হও—
এলাকার গল্পে তোমার নাম ছড়ায়,
তোমার যাত্রাপথেই শিশু-কিশোর অনুপ্রাণিত হয়,
তোমার চেষ্টায় তারা নতুন স্বপ্ন আঁকায়।
একবার সফল হও—
আত্মীয়েরা বলে, “ও আমার ভাই/ভাগ্নে/বোন, জানিস?”,
যারা খবর নিত না বছরে একবার,
তারা আজ পাশে এসে জড়ায় গর্বের মালা নিঃসন্দেহে জানিস।
একবার সফল হও—
প্রিয় মানুষের ব্যবহারেও আসে বদল,
যে নিরব ছিল, সে হঠাৎ ব্যস্ত ভালোবাসার ছল,
তোমার আলোয় সে নিজেকে খোঁজে নতুন চেনা দল।
একবার সফল হও—
জীবন সত্যিই সুন্দর লাগে,
হার, কষ্ট, অবহেলা যেন পেছনে ফেলে আসে,
তবু মনে রেখো—এই পথ সহজ ছিল না,
তোমার ঘাম, ত্যাগ, আর জেদেই এ জীবন এখন এত গাঢ় রঙা।
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal