বিশ্ব ইচ্ছা দিবস
লেখক: মোস্তফা জামাল গুমুজি
আজ না কি “বিশ্ব ইচ্ছা দিবস”—
ইচ্ছেরা ডানা মেলে আকাশে আজ,
কারো চোখে স্বপ্ন, কারো মনে আশা,
কারো গোপন চিঠি আল্লাহর দরবারে পাঠানো ভাষা।
কেউ চায় শান্তি, কেউ চায় সঙ্গী,
কেউ ফিরে পেতে চায় হারানো রঙিন কিছু মুহূর্ত,
আবার কেউ কেবল চায় একটা চাকরি,
এক বেলা খাবার, কিংবা অশ্রুতে ভেজা কম্বলটা শুকিয়ে যাক।
আল্লাহ্ তায়ালা তো শ্রবণ করেন নিঃশব্দেও,
তিনি জানেন কার হৃদয়টা কতখানি ফাঁকা আর কাঁদে কেমন করে।
তিনি জানেন—কোন ইচ্ছেটা নেক,
আর কোনটা পূরণে মিলবে সওয়াব, শুদ্ধতা, সব সঠিক টেক।
তাই আজ এই দিনে বলি সবার জন্য দোয়া,
যার ইচ্ছের দরজা বন্ধ, খুলে যাক রহমতের হাওয়া।
যার চোখে শুধু জল, মুছে যাক সে কান্নার রেখা,
আল্লাহ পূরণ করুন সব নেক চাওয়া, ভালোবাসা ও শেখা।
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal