ধ্বংসলীলা
বিশ্বাসের প্রতিটি স্তম্ভের ধ্বংসলীলা দেখেছি স্বচক্ষে।
আবেগ নামের শান্ত নদীতে উত্তাল ঢেউ দেখেছি বিনা ঝড়ে।
বহুবার অভিমান নামক প্রাণহীন দেহের ব্যবচ্ছেদ হয়েছে রাগ নামের ধারালো অস্ত্র দিয়ে।
আশার চেয়ে প্রাপ্তি ভয়ংকর শূণ্যতায় ডোবানো।
অস্তিত্বহীন অস্তিত্বের খোজ নেই।
ঠকে যাওয়াতে ভয় না পেলেও, বিশ্বাসস্তম্ভ আর গড়তে ইচ্ছে করেনি কখনো।
ছিটেফোঁটা গুলোকেও বিদায় দিয়েছি, মিথ্যা থেকে করে মুক্ত।
✍️✍️✍️রহিমা খাতুন