এক কাপ চা
✍️✍️লেখাঃরহিমা খাতুন
ঘড়িতে রাত ৩ টা। অথচ আমি দূর আকাশে চেয়ে মেঘ আর চাদের লুকোচুরি দেখছি। বেলকনিতে দাঁড়িয়ে শুনছি রাত জাগা পাখির ডাক। আমার নিজের লাগানো ফুল গাছ গুলো এখনো জেগে আছে হয়তো। ফুলের গন্ধে মন টা বেশ ফুরফুরে লাগছে। ভাবছি সকালের সৌন্দর্য আসার আগে রাতের কত পরিবর্তন হয়। ভালোবাসা বড্ড অদ্ভুত বস্তু।
আমি ভেবে চলেছি অনেক না মেলানো হিসেব নিয়ে। খেয়াল ই করিনি পাশের টেবিলে রাখা আছে এক কাপ চা,,,,,