বারান্দার রশিতে সতর্কতা
লেখক: মোস্তফা জামাল গুমুজি
রোদে শুকায় জীবনের গল্প, বারান্দার রশিতে বাঁধা,
মা-বোনের নীরব রঙ যেন সূর্যের মুখে চাঁদা।
শহরের ফ্ল্যাটে গাদাগাদি, একটু রোদে স্বস্তি মেলে,
কিন্তু ওঁত পেতে থাকা চোখ—চুপিচুপি ছল করে খেলে।
এক টুকরো কাপড়ে ওরা দেখে যত অযথা স্বপ্ন,
ইভটিজিংয়ের কাঁটা বিঁধে যায়, হিংস্রতা হয় প্রতিপক্ষ।
জানা ছিল না ওই পাতলা রঙিন কাপড়
একেকটা হয় নজরের টোপ, হয় নির্জন বিকার।
রশিতে শুকোতে দিলে, শুকিয়ে যাক পর্দার আড়ালে,
পর্দা টেনে শালীনতা রাখি, শত্রুর চোখ করো ব্যর্থ কালে।
দুই স্তরে কৌশল রাখো, সামনের রশি গায়ে চাপা,
মহিলাদের লজ্জা রক্ষায়, পুরুষের ছায়া হোক আড়াল দাপা।
সারারাত কাপড় রেখে নয়, রাত জাগে জিনের ভয়,
শয়তানের দৃষ্টির হুমকি যেন বৃষ্টির আগে বিদ্যুৎ-রয়।
বিসমিল্লাহ পড়ে পরো জামা, রক্ষা মিলে রবের নামে,
সতর্ক থাকো, সাবধান থেকো, পবিত্র থাকো আমলধামে।
মহিলাদের শালীনতা যেন একেকটা দীপ্তি রত্ন,
নজরদারির জালে জড়ালে হারায় সে সৌন্দর্য কেতন।
তাই কাপড় নয় শুধু রোদে দাও, দাও দোয়ার ছায়ায়,
বারান্দার প্রতিটি রশিতে থাকুক নিরাপত্তার আয়ায়।
তারিখ: ২২ এপ্রিল, ২০২৫ | মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal