ইতিবাচক পরিবর্তন
মোস্তফা জামাল গুমুজি
নিজেকে গড়তে চাইলে আগে,
পরিবর্তনকে ডাকতে হয়।
জড়তা যত আঁকড়ে থাকে,
স্বপ্ন ততই হারিয়ে যায়।
গুটিয়ে থাকলে পথ হারাবে,
বদলে গেলেই পাবি দিশা।
যে বাতাস বইতে শেখে,
সেই তো ছুঁয়ে দেখে সূর্যরশ্মা।
নতুন পথে চলতে হলে,
ভাঙতে হবে পুরনো বেড়া।
যে আগুন জ্বলে অন্তরে,
সেটাই হয়ে উঠুক সেরা।
পরিবর্তন আসুক মনে,
আসুক কাজে, আসুক প্রাণে।
নেতিবাচক সব ঝেড়ে ফেলে,
জয়ী হবো নব উল্লাসে।
০৮ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal