বৈষম্যের দেয়াল
মোস্তফা জামাল গুমুজি
এক পাশে হাড় জিরজিরে হাত,
জীবনের আশায় ফোঁটা ধরে।
পাইপের জলে স্বপ্ন খোঁজে,
তৃষ্ণার কান্না গোপন করে।
অন্য পাশে স্যুটে ঢাকা,
স্বচ্ছলতার অহংকার।
কলের নিচে বালতি ধরে,
তবু নেই তার চাহনির ভার।
যে পেয়েছে, সে বোঝে না,
যে বোঝে, তার কপালে শূন্যতা।
জীবন কেন এত বৈষম্য,
এই প্রশ্নের নেই উত্তরতা।
ফোঁটা ফোঁটা বাঁচার চাওয়া,
কেউ বুঝে, কেউ তোলে হাঁসি।
কবে ভাঙবে এই দেয়াল,
সমতার আলো কবে আসি?
০৮ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal