Posted on

মাছে-ভাতে বাঙালি

মোস্তফা জামাল গুমুজি

পদ্মা-মেঘনা যমুনার তীরে,
বয়ে চলে স্বপ্নের ঢেউ,
সোনার ফসলে ভরে উঠে মাঠ,
মাছে-ভাতে সুখের বউ।

ইলিশ ঝোলে ভাতের স্বাদ,
শুঁটকি-ভর্তা রূপের রানী,
মায়ের হাতে সরষে ইলিশ,
সুগন্ধ ছড়ায় প্রাণে প্রাণী।

পাট-ধান আর নীল আকাশ,
শিশির ভেজা সকাল বেলা,
নদীর জলে জেলে নামেন,
আনেন সোনার মাছের মেলা।

মাছে-ভাতে বাঙালির প্রাণ,
শেকড় থেকে শক্তি ধরি,
হাজার বছর টিকে আছি,
গর্ব নিয়ে বুকটা ভরি।

০৮ মার্চ ২০২৫, শনিবার

#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments