তোর কান্না
মোস্তফা জামাল গুমুজি
তোর কান্না আমার কাছে বোবা হামলায়,
বিধ্বস্ত মস্তিষ্ক, রক্তাক্ত হৃদয়,
বুকের ভেতর ঝড় ওঠে অবিরাম,
তবু কি পারি ছুঁয়ে দিতে শান্তির পরিচয়?
যন্ত্রণা নীরবে পোড়ায় তোর আত্মা,
আমি দেখেও অসহায়,
তুই সুস্থ থাক, ভালো থাক কলিজা,
এই দোয়া রইলো নিরন্তর মায়ের মায়ায়।
০৯ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal