মনের তরঙ্গ
মোস্তফা জামাল গুমুজি
নদীর তরঙ্গ চোখে দেখা যায়,
ঢেউয়ের ছন্দে বাজে গান।
কিন্তু মনের তরঙ্গ কে দেখে কভু?
সে তো শুধুই অনুভবের প্রাণ।
নিজেকে ভুলে থাকা যায় হয়তো,
সময়ের সাথে মিশে যাওয়া যায়।
কিন্তু ভালোবাসা? সে যে চিরকাল,
মন থেকে মুছে ফেলা যায় না আর।
০৯ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal