তাকে যেমন আছে তেমনই থাক
লেখক: মোস্তফা জামাল গুমুজি
সে যেমন হাসে, যেমন কাঁদে, যেমন চুপচাপ থাকে,
সেইতো তার নিজস্ব রঙ—তাকে বদলাবো কেন বাক্যে বাক্যে?
যদি তার মনে কোনো অন্ধকার না থাকে,
তবে কেন তাকে অন্য কারো ছাঁচে ফেলে গড়া হবে?
মানুষ তো ফুল নয় শুধু, নয় কোনো রোবটের চলন,
তারও আছে অনুভব, আছে নিজের বাঁচার মন।
তাকে যেমন আছে, তেমনই যদি ভালো লাগে,
তবে কেন বদলানোর খেলা চলে দিনে রাতে?
ভালোবাসা মানে তো স্বীকৃতি—না খুঁত ধরার খেলা,
যে যেমন করে বাঁচতে চায়, তাকে তেমনই বাঁচতে দিও মেলা।
শুধু এইটুকু দেখো, সে যেন ক্ষতি না করে কারও,
বাকিটা তার আপন পথ, তার আপন দিকচিহ্নে পার হও।
তাকে বদলাতে চেয়ে নয়, তাকে বুঝে নাও,
সে যেমনটা, তেমনটা মেনে নিয়েই স্নেহ দাও।
তবেই সে বলবে—এই মানুষটাই আমার ঠিকানা,
যে আমার প্রকৃতি বুঝে, করে না অকারণে মানা।
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal