স্বরণ রেখো
কবিগুমুজী
১৫/০৮/১৯৯৯ রবিবার
জীবন চলার পথে,
হবে কত মিত্রু।
একটু কারণ বিশেষ,
হবে জানের শত্রু।
আত্মীয় সজন, মনের প্রিয়জন,
নিকটতম বন্ধু, হোক না কেন তবু।
আনন্দে ও বিপদে মনের উদ্বেগে,
আসল কথা, তুমি বলিও না কভু।
বেসো না ভাল আতি কাহাকেও,
এ ভবের মাঝারে।
পুড়িতে হইবে শেষে,
কঠিন দুঃখের কহরে।
সকল কথা গুলি,
সরণ রেখো সবে।
নজর করে দেখ,
পা ফেলার আগে।