বন্ধুর সনে ব্যবহার
কবিগুমুজী
০৬/১১/১৯৯৯ শনিবার
যাহার সনে দেখা নেই,
নেই পরিচয়।
তাহার সনে ঝগড়া ফাসাদ,
কভু নাহি হয়।
বন্ধুত্ব ও সম্পর্ক
যাহার সনে রয়,
শত্রুতা জানিবে
তাহার সনে হয়।
পায়না যেন বন্ধু তোমার,
মনে কোন ব্যথা।
বলার আগে চিন্তা করে,
দেখ তোমার কথা।
বন্ধুর সনে যদি কভু,
তর্ক এসে যায়।
নিজেকে নিজ ছোট বলে,
চুপ হয়ে যাও।
বন্ধুর সনে মহব্বত,
যদি গাঢ় করতে চাও।
মাঝে মাঝে বন্ধু থেকে
দূরে সড়ে রও।
যদি তুমি বন্ধুত্ব,
টিকাইতে চাও।
কথা বার্তা তাহার সনে
কম কম কও।