শীতের স্বাদ
ফেরদৌস আহমেদ।
এটাই না হয় হোক এবারের শীতের প্রতিপাদ্য
শীতার্তদের বস্ত্র দেব যার যতটুক সাধ্য।
এবার না হয় শীতের পিঠা নাই বা খেলাম কেহ
সেই টাকাতে ঢাকব না হয় শীতার্তদের দেহ।
এবার শীতে নাই বা গেলাম ঘুরতে সাগর তীরে
এবার শুধু আনন্দ হোক শীতার্তদের ঘিরে।
এবার শীতে সরষে ক্ষেতে না যাক কবির চোখ
এবার শুধু ওদের নিয়েই কাব্য লেখা হোক।
শীতের খেলা চড়ুইভাতি থাক না এবার পরে
সেই টাকাতে আলোক জ্বলুক শীতার্তদের ঘরে।
এবার না হয় নাই বা হল যাত্রা পালা গান
সেই টাকাটা এবার না হয় ওদের করি দান।
এবার না হয় অল্প টাকার ওয়াজের আলেম আনি
সেই টাকাতে দেই মুছিয়ে ওদের চোখের পানি।
ব্যাডমিন্টনের মাঠে এবার গেলাম না হয় কম
এবার না হয় ওদের পিছে দিলাম কিছু শ্রম।
মাংস পোলাও নাই বা খেলাম শীতের ক টা দিন
সেই টাকাতে শোধ হয়ে যাক সীতার্তদের ঋণ।
এই ক টা দিন নাই বা হলো রোজগারে সঞ্চয়
সেই টাকাতে শীতার্তাদের হোক না রে মন জয়।
শীতের সকল বিলাস না হয় দিলাম এবার বাদ
শীতার্তদের হাসি থেকেই নিলাম শীতের স্বাদ।