শিমুলের অভিমান
মোস্তফা জামাল গুমুজি
শিমুল বলে অভিমানে,
“কৃষ্ণচূড়া, পলাশের মতোন,
আমিও তো বসন্তের ফুল!
তবে আমায় নিয়ে মাতো না কেন?”
দখিন হাওয়া হাসে মৃদু,
রোদ্দুর দেয় খুনসুটি,
“তোরও তো আগুন রঙ,
তবু কেন এত মন খুঁতখুঁতি?”
শিমুল কাঁদে নরম বাতাসে,
ঝরিয়ে দেয় রেশম তুলো,
“আমিও তো আগুন জ্বালাই,
তবে কেন আমায় মনে রাখো না বলো?”
হাসে কৃষ্ণচূড়া, হাসে পলাশ,
ঝরায় রঙিন বিদ্রোহ,
“তুই তো তুলো ছড়াস রে বন্ধু,
আমরা জ্বলাই রক্তের উচ্ছ্বাস!”
তবু বসন্ত আসে বারবার,
শিমুলও ফোটে আপন মনে,
অভিমান ভুলে রাঙিয়ে তোলে,
একটি নীরব বর্ণবহনে।
০৯ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal