বাজেটের বাইরে
মোস্তফা জামাল গুমুজি
ভালো দিন, ভালো সময়,
ভালো থাকা—সবই দামী!
আমার টেবিলে হিসাব কষে দেখি,
এগুলো বাজেটের বাইরে যে নামী।
হাসির খরচ, সুখের বিল,
মন খোলা বাতাসের দাম,
সব কিছুতেই ট্যাক্স বসেছে,
কষ্টই এখন একমাত্র বিনামূল্য সম্পদ আমার।
তবু স্বপ্ন দেখি, একদিন বুঝি,
এই হিসাবও ভুল হবে,
ভালো থাকার অফার পাবো,
আর কষ্টটাও ছাড়পত্র নেবে!
০৯ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal