প্রেমের বিবর্তন
✍️ মোস্তফা জামাল গুমুজি
শুরুতে তার চোখ — ছিল আগুনের ঝলক,
চাহনিতে ডুবে যেত মন, হারাত পথের অলক।
এক পলকেই হৃদয় হতো ক্ষতবিক্ষত,
ভালোবাসার সেই দৃষ্টি, ছিল মধুর অতঃপর।
কিন্তু সময়ের স্রোতে, বদলেছে সে ঢং,
চোখের বদলে আজ, তার হাতের রান্না রঙ।
ঝাল-মশলার ভারে, হৃদয় কাঁপে থরথর,
প্রত্যেক গ্রাসে যেন, মৃত্যুর হাতছানি কর।
কখনো লবণ কম, কখনো ঝালের ঝাপটা,
বেঁচে থাকা এখন যুদ্ধ, নয় আর কোনো ছাপটা।
প্রেমের পথের শেষে, রান্নার এমন বিচার,
হয়তো এও ভালোবাসা, একটু অন্য মাত্রার!
📅 ১৭-০৩-২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal