মায়ার বাঁধন
মোস্তফা জামাল গুমুজি
মায়ের চোখে নিঃশব্দ বর্ণনা,
বাচ্চার মুখে হাসির প্রার্থনা,
প্রতিটি প্রাণে প্রেমের ধারা,
মায়ার বাঁধনে বেঁধে সারা।
পাখির বাসায় ডানার ছায়া,
বাঘিনীও হয় স্নেহময় মায়া,
নদীর স্রোতেও থাকে গান,
সন্তান যেন প্রাণের প্রাণ।
সমুদ্রের ঢেউ, পাহাড়ের হাওয়া,
সবাই জানে ভালোবাসা কাওয়া,
প্রতিটি জীবের হৃদয় কোণে,
সন্তানের জন্য মমতার বনে।
এই মায়া তো সৃষ্টির অমর গান,
আদিম প্রকৃতির চিরকাল টান,
প্রতিটি প্রাণে একটাই নীতি —
সন্তান সুখে, হৃদয় তৃপ্তি।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal