বন্ধু কখনো প্রমিক হয় না
বন্ধু কখনো প্রমিক হয় না
যার দিকেই বন্ধুত্বের হাত বাড়াতে চেয়েছি। সেই প্রেমিকার হাত ভেবে ধরতে চেয়েছে। আমি ফিরিয়ে নিয়েছি হাত। গুটিয়ে নিয়েছি নিজেকে। বন্ধু নেই আজও তাই। অদ্ভুত ভাবে প্রশ্ন ছুড়েছি বহুবার। প্রেমিকার চেয়ে বন্ধুত্বের দাম কি কম ? বন্ধু সে তো অনেক দামি, বন্ধু অনেক আপন । আমার কাছে যিনি বন্ধু তিনি কখনই প্রেমিক হতে পারবেনা । বন্ধু মানেই বন্ধু । বন্ধু কখনো প্রেমিক হতে পারেনা , বন্ধু কখনো স্বামী হতে পারেনা । প্রেমিক বন্ধু হতে পারে, অনেক ক্ষত্রে প্রেমিক স্বামী হতে পারেনা। কিন্তু স্বামী হতে গেলে বন্ধু হতে হবে, প্রেমিক হতে হবে।
-রহিমা খাতুন