আমি ব্যাথা পাই
রহিমা খাতুন
আমি সহজেই ভুলে যাই
হাসির আড়ালে ঢেকে রাখি কান্না
আমি ব্যাথা পাই
বিশাসঘাতকদের ভুলতে পারিনা
মানুষ চিনতে করি ভুল
হৃদয় হাহাকার লুকিয়ে
বারবার ভাংতে আকুল
ভালোবাসা দেই বিলিয়ে
আমি বড্ড ব্যথা পাই
আমি ভুলে যাই
কে দিয়েছে আঘাত
কে করেছে অপমান। .
দিনশেষে আমি ব্যাথা পাই
ভিলে সব রাগ অভিমান
আমি বড্ড ব্যাথা পাই
কান্না লুকিয়ে হাসি যখন ।