বসন্তের কাব্যে বাবা আর মেয়ে
✍️ মোস্তফা জামাল গুমুজি
বসন্ত এলে বকুল ঝরে,
হাসে কোকিল, ডাকে দূরে,
বাবা বলে, “আয় রে মেয়ে,
ফুল কুড়াবি হাতে মুঠে!”
মেয়েটি দৌড়ে কোলে ঝাঁপায়,
বাবার হাতে ছোট্ট হাত,
দু’জনে মিলে পথটা ধরে,
বসন্ত সাজে আজকের রাত।
কচি পাতার কাঁপন লাগে,
বাতাস বয়ে যায় মন ছুঁয়ে,
বাবার চোখে স্নেহের আভা,
মেয়ের মুখে খিলখিল বয়ে।
ফুলে ফুলে বসন্ত হাসে,
বাবা-মেয়ের গল্প থামে না,
একটি পৃথিবী, দুটি মন,
ভালোবাসার শেষ নেই গাঁথা।
📅 ১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal