আনন্দের খোঁজে
মোস্তফা জামাল গুমুজি
শুধু নিজের জন্য সুখের খোঁজে,
হাঁটলে পথে, হারাবে রোজে।
আনন্দ লুকায় দশের মাঝে,
ভালোবাসার ছোট্ট সাজে।
হাতে ধরো হাসির আলো,
দাও উজাড়ে প্রাণের পালো।
কারও মুখে ফুটলে হাসি,
তোমার মনেও লাগবে বাসি।
খুশির রঙে রাঙাও জীবন,
সবার সাথে গড়ো বীজান।
নিজের জন্য চাইলে কম,
দশে মিলে বাড়ে প্রেমের সম।
আনন্দ নিজে খুঁজে না মেলে,
ভাগ করলে সে পাশে ঠেলে।
হৃদয় খুলে ভালোবাসো,
দেখবে সুখও ধরা দেবে আসো।
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal