সুখের সংসার
✍️ মোস্তফা জামাল গুমুজি
সেই সংসারে সুখের সুর,
আল্লাহ্র রহমত ছুঁয়ে দূর,
স্বামী-স্ত্রীর মিলন যেখানে,
মহব্বত বয়ে যায় প্রাণে।
বন্ধুর মতো হাতটি ধরে,
সব দুঃখ ভুলে যায় চোখের নীড়ে,
বিশ্বাসে বাঁধা প্রেমের ঘর,
আশার আলো জ্বলে পরপর।
মিলেমিশে থাকুক হৃদয়,
সুখের সংসার হোক নির্ভর,
ভালোবাসায় থাকুক ছোঁয়া,
রহমতে ভরে যাক প্রতিটা কোণা।
📅 ১৭-০৩-২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal