পতনের পর পবিত্রতা
✍️ মোস্তফা জামাল গুমুজি
ফাল্গুনে ঝরে পাতারা যত,
চৈত্রে মেলে খালি শাখা,
নিঃশব্দে গাছের কান্না বয়ে,
নতুন পল্লবে দেয় হাঁকা।
রমজানে ঝরে পাপের ভার,
মন ফিরে পায় আলো,
অন্তরের মেঘ ছুটে যায় দূরে,
প্রভুর দরজায় ঝরে কালো।
পাতার ঝরা প্রকৃতির ধারা,
পাপের ঝরা আত্মার গান,
দুই পথেই আসে নবজীবন,
আসে রহমতের জান।
📅 ১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal