ন্যায়ের রক্তচিহ্ন
মোস্তফা জামাল গুমুজি
সমাজ বোবা, ন্যায় অন্ধ,
বিচারের নামে ছলচাতুরী,
জামিন নিয়ে হাসে ধর্ষক,
বিপরীতে কাঁদে সততার ছাত্রী।
বুকের মাঝে শোকের দাবানল,
তবুও বোবা মুখের আর্তনাদ,
শিশুর চোখে স্বপ্ন ছিল,
আজ তার শুধু দুঃস্বাদ।
ধর্ষকের হাসি রাজপথে বাজে,
শিকারীরা পড়ে নতজানু,
ন্যায় কি তবে প্রশ্নহীন?
সাক্ষী শুধু চাঁদ আর জানু!
যদি ন্যায় হয় শক্তের কাছে,
তবে দুর্বল কেনো বাঁচে?
প্রকাশ্যে চাই ফাঁসির দড়ি,
ন্যায়বিচারের নতুন সাজে!
০৮ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal