শবে বরাতের আলো
রাতের আকাশ জ্বলজ্বল করে,
নূরের ধারা নামে ধীরে।
ফেরেশতারা ডানা মেলে,
রহমতের দরজা খোলে।
গুনাহগার হৃদয় কাঁদে,
তওবার সুর বাজে রাতে।
আশার আলো জ্বলে ওঠে,
ক্ষমার বার্তা আসে সাথে।
সাজদাহয়ে মাথা রাখি,
মাফ চেয়ে চোখের পানি ঝরি।
রাব্বুল আলামিন ডাকছে আমায়,
ফিরে আসো, ওগো বান্দা প্রিয়!
সন্ধ্যা থেকে ফজরবেলা,
রহমতের ঝরনা নামে।
শবে বরাত—নতুন আশা,
পবিত্র পথে ডাকে আমায়।