Posted on

তুমি

= তুমি =

আমার নিঃশবাসে বিশবাসে

আছো তুমি

মিশে মিশে

 

আমার জাগ্রনে আর ঘুমে,

আছো তুমি

জুমে জুমে

 

আমি পাগল হইলাম যে

খোদা

তাহা ভেবে ভেবে।

 

ঐ আকাশে আর বাতাশে

আছো তুমি

ভেসে ভেসে।

 

ঐ গাছ পালা আর ঘাসে

তোমারি ঐ

মুখ হাঁসে,

 

আমি পাগল হইলাম যে

খোদা।

তাহা দেখে দেখে

 

আমারি ধ্যানে তুমি আমারি মনে

জাগ তুমি সারা ক্ষনে।

আমি এখন বাঁচি কেমনে

খোদা

বল বাঁচি কেমনে ।

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments