ভালোবাসার কঠিন বাস্তবতা
মোস্তফা জামাল গুমুজি
অবিশ্বাস্য হলেও সত্যি কথা,
ভালোবাসা পেতে লাগে কৌশল যথা।
যারা হৃদয় দিয়ে ভালোবাসে,
তারা শুধু কষ্টের আঁচ পায় শেষে।
যারা অভিনয়ে ভালোবাসে,
তাদের কপালে সুখী গল্প লেখা।
তারা পায় হাসির রঙিন আকাশ,
আর সত্যিকারের প্রেমিক বসে একা।
এ কেমন নিয়ম পৃথিবীর?
সত্য হারায়, মিথ্যা জিতে!
নিঃস্ব হয় ভালোবাসার মন,
অভিনয়ের সুখে সবাই মেতে!
তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার