তুমি আমার হৃদয়ের রানী
মোস্তফা জামাল গুমুজি
তুমি আমার হৃদয়ের রানী,
অন্ধকার ঘরের চাঁদ।
দুই সন্তানের জননী তুমি,
ভালোবাসার শ্রেষ্ঠ সাধ।
তোমার হাসি মুখ দেখতে চাই,
সারা জীবন, প্রতিক্ষণ।
আমার দুঃখ বলি না তোমায়,
যেন না মলিন হয় সে অনুক্ষণ।
তোমাকে দেখেই হাসি ফোটে,
শত দুঃখের মাঝেও প্রাণে।
তোমার স্নেহে বাঁচতে চাই,
তোমার ছোঁয়ায় স্বপ্ন বুনে।
তুমি আমার প্রেরণার আলো,
সকাল, বিকাল, রাতের ছায়া।
সব সময় তোমার খোঁজে থাকি,
তুমি যে আমার ভালোবাসার মায়া।
তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal