টাকার দুনিয়া
**মোস্তফা জামাল গুমুজি**
টাকা টাকা চারদিকে টাকা,
টাকা ছাড়া দুনিয়া যে ফাঁকা।
মানুষের মুখে হাসি ফুটে,
যখন হাতে গড়ায় নোটের ধোঁকা।
স্বার্থপর দুনিয়া, অমানুষ সব,
মানুষ হয়ে পড়েছি কেবল।
ভালোবাসা, মায়া – সবই মিথ্যা,
টাকা ছাড়া মূল্য কি কিছু থাকে সত্য?
এখন আমিও শিখেছি হাটতে,
টাকায় মানুষ কেনা যায়,
পথের ধুলোয় পড়ে থেকেছি,
এখন সময় নিজেই রাজা হওয়ার!
প্রচুর টাকা চাই, অনেক দরকার,
স্বপ্নগুলো বিকোবে না আর।
এই দুনিয়ায় টাকাই রাজা,
মানুষ তো কেবল এক অভিনয়কার।
**তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার**
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal