স্মৃতির আগুন
মোস্তফা জামাল গুমুজি
কিছু স্মৃতি এমন জ্বলে,
যে আগুনও তার পাশে হার মানে।
পৃথিবীর শিখা ছাই করে দেহ,
কিন্তু স্মৃতির তাপ পোড়ায় গহীন প্রাণে।
ভুলে যাওয়া কঠিন হয় কারো নাম,
তবে আরও কঠিন তার দেয়া সেই স্বপ্ন।
যে মুহূর্ত ছিলো হাসির আলো,
আজ তা শুধু দুঃখের জ্বালা, নিরব চন্দ্র।
হারিয়ে গেলে মানুষ, তবু থাকে স্মৃতি,
কান্নার মাঝে মিশে থাকা মিষ্টি কথা।
যতই পালাই, ততই ফিরে আসে,
হৃদয়ের পাতায় লেখা অতীতের ব্যথা।
তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার