সৈয়দ মাসুদ রুমি সেতু
মোস্তফা জামাল গুমুজি
গড়াই নদীর বুকে সে দাঁড়ায়,
লাহিনীপারার বুক জুড়ে গান গায়।
সৈয়দ মাসুদ রুমি সেতু,
সংযোগ গাঁথে হৃদয় যত।
পদ্মার বাতাস ছুঁয়ে এসে,
মিশে যায় সেতুর রঙিন হেসে।
যাত্রী চলেছে স্বপ্নের ছোঁয়ায়,
সেতুর বাঁকে পথের মোহনায়।
নদীর জলে সোনালি আলো,
ইতিহাস জাগে মনে ভালো।
কুষ্টিয়ার পথে বয়ে চলে,
সময়ের গল্প বলে নিরবধি।
এই সেতু শুধু ইট-পাথর নয়,
সংযোগের কথা বয়।
প্রেম, স্মৃতি, পথের বাঁক,
সৈয়দ রুমি সেতু, গড়াইয়ের শাখ।
০৫ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal