সত্যের পথ
মোস্তফা জামাল গুমুজি
নবীদের পথ আলো করে,
সত্যের আলো ধরা ভরে।
তারা নিষ্পাপ, তারা পবিত্র,
তাদের শিক্ষা চির অবিচল।
সাহাবীগণ দীপ জ্বালিয়ে,
ইসলামের পথে চললো চলে।
তাদের জীবন দৃষ্টান্ত সেরা,
সমালোচনার ঊর্ধ্বে তারা।
ফিকাহের জ্ঞান, চার ইমাম,
হক পথের সঠিক নাম।
শরিয়তের রাহে দিয়েছেন দিশা,
উম্মাহর জন্য রেখে গেছেন ভাষা।
সত্যের পথে থাকবো মোরা,
আলোর পথে যাবো সবারা।
ইসলামের পথে রবো অবিচল,
কোরআন-সুন্নাহ হোক অবলম্বন।
০৫ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal