সতর্কতার আলো
মোস্তফা জামাল গুমুজি
চোখের মণি, প্রাণের ধন,
এই শহরে কি আছে বরণ?
পথে পথে ফাঁদ পাতা,
বিশ্বাসের মুখোশে সব ছলনা!
স্কুলের সিঁড়ি, কোচিং ঘর,
মনের মাঝে ভয়ের পরশ,
চেনা মানুষ, অচেনা ছায়া,
কার যে কোথায় লুকানো ছদ্মবেশ!
ঘরের বাইরে, ঘরের কোণে,
মেঘ জমেছে সংকট গহীনে,
সাবধান হও, আগলে রাখো,
মায়ের কোলেই থাকুক সুরক্ষার বাঁধনে।
সমাজের নীতি আজ কোথায়?
কে দেবে বোনের চোখের জল মুছিয়ে?
আগলে রাখো, পথ দেখাও,
নিরাপদ থাকুক সকল মেয়েশিশু, সব মা-বোন!
০৯ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal