শহরের কাছাকাছি গ্রাম
✍️ মোস্তফা জামাল গুমুজি
শহরের কাছে, সবুজের দেশে,
একটি গ্রাম চাই হৃদয়ে বেঁধে,
যেখানে ভোরে কোকিল ডাকে,
সূর্য ওঠে মাঠের ফাঁকে।
নদীর জল ছুঁয়ে আসে হাওয়া,
গাছের পাতায় রোদ খেলে যাওয়া,
তবু যেন শহরটা কাছে,
জরুরি কাজে ছুটে যাই হাঁসে।
রাতে জোনাকি, দিনের কোলাহল,
শান্তির ছোঁয়া, শহরের সম্বল,
এমনই এক গ্রাম চাই,
স্বপ্নে ঘেরা, ভালোবাসায় মাখাই।
📅 ১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal