রমজানের করণীয়
মোস্তফা জামাল গুমুজি
যথাসময়ে নামাজ পড়ি, করব না আর দেরি,
ফরজ, সুন্নাত যত আছে, করব সবই করি।
তারাবিহতে রাকাত কুড়ি, জমবে মনের আলো,
রাত জেগে কুরআন পড়ি, তাতে নেইকো কালো।
সকাল-সন্ধ্যা জিকির করব, বলব দোয়া বারবার,
ইস্তিগফারে হৃদয় ধুয়ে, করব গুনাহ পরিস্কার।
প্রিয় নবীর দরুদ পাঠে মনটা হবে নরম,
আত্মীয়দের আপন ভাবব, রাখব সম্পর্ক মধুর।
ইফতার দেব ক্ষুধার্ত মুখে, খাওয়াব সবার মাঝে,
আজানের ডাক শুনে সাড়া দেব, দ্বিধা না রেখে কাজে।
সাহ্রী খাব সময় দেখে, করব না তা ফেলে,
শবে কদর খুঁজব রাতে, কাঁদব চোখের জলে।
ইতিকাফে কাটবে জীবন, আল্লাহর রহমত চাই,
রমজানের এই বরকতে জান্নাত পেতে পাই।
১ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal