রাগ আর অভিমান
মোস্তফা জামাল গুমুজি
রাগ তো ঝড়ে আগুন হয়ে,
অভিমান চুপ, অশ্রু হয়ে।
রাগ বলে “থাকবো না আর!”,
অভিমান চায় একটু আদর।
রাগ তুফান, উড়িয়ে দেয়,
অভিমান নীরব, ব্যথা সয়।
রাগে চোখে জ্বলে আগুন,
অভিমানে জমে নীরব বুনন।
যার কাছে দুটো একই মনে হয়,
সে ভালোবাসার ভাষা কই?
রাগ তো ক্ষণিক, ঝড়ে বয়ে যায়,
অভিমান বাঁধে, কাছে টেনে চায়।
বোঝো যদি, ভালোবাসা টিকে,
রাগ নয়, অভিমানেই প্রেমে ঝিকে।
একটু বুঝে হাতটা ধরো,
অভিমানে ভালোবাসা গড়ে।
০৫ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal