পুরুষের পথচলা
মোস্তফা জামাল গুমুজি
দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে,
ছুটে চলে আমৃত্যু ধীরে।
ঘামে ভেজা পথের ধুলো,
তবু পিছুটান নেই কভু।
প্রতিদিনই যুদ্ধ তার,
চোখে নেই কোন অভিমান।
হৃদয় জুড়ে স্বপ্ন আঁকা,
তবু কষ্ট রাখে ঢাকা।
সংসারের হাসির পেছনে,
পুরুষের থাকে চাপা ব্যথা।
কেউ বোঝে না, কেউ দেখে না,
তবু সে আলো জ্বালে পথে সবার।
শুধু চলে, শুধু হাসে,
বোঝা বয়ে চুপটি থাকে।
এই ছুটে চলার নামই পুরুষ,
কখনো ক্লান্ত, তবু অবিরাম।
০৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal