পুরুষের হাত
মোস্তফা জামাল গুমুজি
পুরুষ তার শখের নারীর
হাত যেন নরম থাকে,
কাঁটায় না লাগে,
শ্রমে না পোড়ে—
সে জন্য নিজ হাতে গাঁথে কাঁটার মুকুট।
নারীর নখে লেগে থাকুক রঙ,
সে নিজের আঙুল ডুবায় কালি-কালো ঘামে,
তার হাত শক্ত হয়, ফেটে যায়,
তবু সে হাসে, বলে—
“তোমার হাত সুন্দর থাকুক চিরকাল।”
০৯ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal