প্রত্যেকের মূল্য
✍️ মোস্তফা জামাল গুমুজি
হীরার কদর কাঁচে মিলে না,
মাটির পাত্র সোনা ধরে না,
জলের কণা মরুর বুকে,
মুক্তার চেয়েও কম নয় কোনো কবে না।
নক্ষত্রের আলো রাতেই জ্বলে,
সূর্যের তাপে দিন সাজে,
পাহাড়ের বুকে স্রোতের নাচন,
নদীর রূপে মোহ কাজে।
মানুষও তাই, যার যার স্থানে,
আছে নিজের এক মহিমা,
প্রত্যেক জিনিস তার যায়গায়,
মূল্যবান, সে-ই তো গরিমা।
📅 ১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal