প্রদীপ দাদার আজব মেশিন
মোস্তফা জামাল গুমুজি
যশোরের মাটিতে জ্বললো আলো,
প্রদীপ দাদার স্বপ্ন বড়ো!
কচুরিপানার ঝামেলা যত,
এক নিমেষে কাটার মতো।
পানির বুকে জমে যে রাজ্য,
নৌকোর পথ করে দেয় বন্ধ!
আজ সেই রাজ্যে চললো শাসন,
প্রদীপ দাদার মেশিনে হাসন।
হাতের গড়া অদ্ভুত যন্ত্র,
হাল ধরেছে একাই অন্তর।
শ্রম, মেধা, নতুন দিশা,
বাংলার গর্ব বাড়ালো শিরা!
স্বপ্নেরা জাগুক এভাবেই ভাই,
নতুন কিছু করুক সবাই।
প্রদীপ দাদার এই উদ্ভাবন,
হোক প্রেরণার নতুন সম্ভাবন।
০৫ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal