প্রিয়জন আর প্রয়োজন
✍️ মোস্তফা জামাল গুমুজি
প্রিয়জন থাকে হৃদয়ের কাছে,
প্রয়োজন এলে হয় না বাধা কাঁচে।
প্রিয়জন পাশে থাকে নিরবে,
প্রয়োজন ফুরালে মিলিয়ে যায় হাওয়ায় উড়ে।
প্রিয়জন স্মৃতির পাতায় আঁকা,
প্রয়োজন শুধু হিসাবের রাখাখাকা।
প্রিয়জন ব্যথা বুঝতে জানে,
প্রয়োজন শেষেই সম্পর্ক টানে।
তাই খুঁজে নিও হৃদয়ের মানুষ,
যে প্রয়োজন নয়, ভালোবাসে অজানার পাশ।
📅 ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal