পোশাকের স্বাধীনতা নাকি বিপদ
মোস্তফা জামাল গুমুজি
স্বাধীনতা চাই, তবে কতটা?
পোশাকে কি থাকে সত্যটা?
আসলে দোষ কি কেবল বস্ত্রের?
নাকি মনুষ্যত্ব হারানো চক্ষের?
আমি যেমন, তেমনই থাকি,
তাই বলে কেনো ভয়াবহ আঁধার ঢাকি?
পোশাক কি ইন্ধন দেয় অপরাধকে?
নাকি লোভী দৃষ্টি ছোঁ মারে সাধকে?
পোষাক ছোট, তাই সে দোষী?
তবে কি চরিত্র নয় মূল্যবোধের খুঁটি?
সমাজ যে চোখ রাখে বিভেদের আয়নায়,
অন্যায় করেও সে দেয় দোষ পরায়!
সততা হোক ঢাল, চরিত্র হোক শক্তি,
তবেই থামবে এই নষ্টের যুক্তি।
পোশাক নয়, শিক্ষা দরকার,
বিবেকহীনতার চেয়ে বড় অপরাধ কি আর?
৩ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal