অভিমানী ভালোবাসা
মোস্তফা জামাল গুমুজি
ভালোবাসার টানে এসেছিলাম পার্কে,
তোমার চোখে দেখবো বলে,
স্বপ্ন বুনেছিলাম হৃদয়ের ফাঁকে,
কিন্তু তুমি চেয়েও দেখলে না এক দোলے।
একই দোকান থেকে জুস খেলাম,
তবু তোমার চোখে ছিল না চাওয়া,
আমি দাঁড়িয়ে, আমি বসে,
তুমি কেবল দূরে তাকিয়ে থাকা।
আমি বললাম, তুমি শুনলে না,
আমি ডাকলাম, তুমি ঘুরলে না।
ভালোবাসা কি এমনই হয়?
সবটাই কি শুধু আমারই দায়?
তবুও থাকো হৃদয়ের কোণে,
অভিমান জমে থাকুক বৃষ্টির বৃষ্টিতে।
একদিন হয়তো ফিরে আসবে,
আমার অপেক্ষার অলিখিত স্মৃতিতে।
তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal