অভিযোগের প্রাপ্য
✍️ মোস্তফা জামাল গুমুজি
হাজারো পথের ধুলো মেখে,
স্বপ্নের ভেতর হারিয়ে গেছি,
ব্যর্থতার ছায়া বুকে নিয়ে,
হাসির মুখোশ পরে বেঁচে আছি।
দুঃখের ঢেউয়ে ভাঙা মন,
অভিযোগের তীর এসে বাজে,
চেষ্টার চিহ্ন মুছে দিয়ে
দোষের ভারে পথ থেমে থাকে।
বৃষ্টি নামেনি চোখের কোণে,
শুকনো কান্না লুকিয়ে রাখি,
অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত,
তবু নীরবে সহ্য করে থাকি।
ভাগ্য যেন এক রূঢ় বিচারক,
প্রত্যেক পায়ে শেকল বেঁধে,
চুপচাপ শুনি নীরব অভিযোগ,
আমার দুঃখ কেউ না দেখে।
📅 ১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal