অধিকার যোদ্ধা
✍️ মোস্তফা জামাল গুমুজি
অধিকার মাটিতে লুকায়,
আমি খুঁজি আলো,
অন্যায় দেখলে চুপ থাকা —
তা তো নয় ভালো।
পথের কাঁটা সরিয়ে দিয়ে,
গড়ি ন্যায়ের সেতু,
মানবতার কণ্ঠস্বর হয়ে,
দাঁড়াই দৃঢ়, অটুট।
সামনের কাতারেই থাকব,
ন্যায়ের মশাল হাতে,
অন্ধকারে ছড়িয়ে দেবো,
সত্যের দীপ্তি রাতে।
ইনশাআল্লাহ, আমি লড়ব,
বিনা ভয়, বিনা দ্বিধা,
জীবন দিয়ে হলেও রাখব,
মানুষের অধিকার সুরক্ষা।
📅 ১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal