নরম মন, ভালোবাসার ছোঁয়া
মোস্তফা জামাল গুমুজি
যে নারী অঙ্ক বোঝে না,
তার মন ফুলের মতো নরম।
গণিতের হিসাব ভুল করলেও,
ভালোবাসায় সে অটল, সরল।
সংখ্যার জটিল সমীকরণ,
তার হৃদয়ে রাখে না দাগ।
তবুও সে গুনতে জানে,
ভালোবাসার অবিরাম ভাগ।
জীবন তাকে শেখায়নি হিসাব,
তবুও সে বোঝে সম্পর্কের মান।
কতটুকু দিতে হয়, নিতে হয় কম,
এই বুদ্ধিতেই সে থাকে অবিচল।
তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal