নিশির নীরবতা
মোস্তফা জামাল গুমুজি
সেহরির বেলা, নীরব রাত,
প্রভুর দরজায় খোলে প্রভাত।
জায়নামাজে চোখের জল,
তাওবার সুরে ভাসে মন-দল।
তবু কোথা থেকে আসে আওয়াজ,
শব্দের ঢেউ, কোলাহলের সাজ!
প্রভুর সাথে যে মগ্ন থাকে,
তার শান্তি কি শব্দে ফাঁকে?
নিশির এই পবিত্র ক্ষণ,
রেখো না মুখর, রেখো আপন।
অতিরিক্ত মাইক নয়,
শান্তির সুরেই আসুক জয়।
সেহরির ডাকে জাগুক প্রাণ,
কিন্তু থাক না নীরব গান।
মনে মনে প্রভুকে ডাকো,
শব্দহীন ভালোবাসা আঁকো।
০৫ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal