নিয়তির লিখন
মোস্তফা জামাল গুমুজি
সত্যিই জীবন বড় কঠিন,
স্বপ্নগুলো হয় অধরাই।
ভাগ্য যেন এক নিষ্ঠুর খেলায়,
আশার প্রদীপও নিভে যায়।
মানুষ যখন ভুল বোঝে,
চোখের জলে পথ ভেজে।
সময় তখন খুঁজে দোষ,
অন্তরে বয়ে যায় হাহাকার রোষ।
এটাই কি পৃথিবীর নিয়ম?
নাকি বিধাতার লেখা বিভ্রম?
নিয়তির কাছে প্রশ্ন আজও,
কেন কাঁদায় সে হৃদয় বাঁধো?
তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার