নদীর কাছে মানুষ তুচ্ছ
মোস্তফা জামাল গুমুজি
মানুষ যতই বড় হোক না কেন,
প্রকৃতির কাছে সে নেহাতই ক্ষণ।
গগনের নিচে, নদীর কূলে,
তুচ্ছতা টের পাই ঢেউয়ের দুলে।
নদীর স্রোতে কালের কাহিনি,
বয়ে চলে বুকে শত জনমের ধ্বনি।
মানুষ আসে, মানুষ হারায়,
নদী ঠিকই বয়ে যায়।
স্রোতের গর্জন বলে দেয় স্পষ্ট,
আমি চিরকাল, তুমি কেবল অতিথি ক্ষণস্থ।
তাই অহংকার কেন করো?
আমি তো বহমান, তুমি শুধুই এক ভাসমান তরো।
তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal